রক্ত রক্ত শুধু রক্ত, দেখতে দেখতে দুই চোখ অন্ধ হয়ে যায়
শিক্ষক ছাত্রের রক্ত প্রতিটি সিঁড়িতে, ঘরে, চেয়ারে, চৌকাঠে বারান্দায়!
দরজা ভাঙ্গা, জানালা ভাঙ্গা, ছাতের কার্নিশ ভাঙ্গা, আহত ছাত্রের
মাথা ঠুকে ঠুকে তারা খসিয়েছে ইঁট সুরকি! রক্তাক্ত মাথায়
কেউ লাফ দিয়েছে বিশ ফুট নিচে, কাউকে ছুঁড়ে দিয়েছে পুলিশ ;
রক্তবমি ক’রে আজ হাস্পাতালে এই বাংলার কিশোর গোঙায়!
এই তোমার রাজত্ব, খুনী! তার উপর কি বাহবা চাও?
আমরাও দেখবো, তুমি কত দিন এইভাবে রাক্ষস নাচাও!