5/5 - (1 vote)

শেষটাকে খুঁজছি বহুকাল ধরে- গোপনে,
তাঁর অবস্থান নিশ্চিত করতঃ, কোথায়?
মানুষের হৃদয়ে? সুউচ্চ দালানে?
মুখ্যম সে চরিত্রের খোঁজ আজও অজানা,
কোথায় সে? কোথায় তাঁহার অবস্থান?
আদৌ কি তাকে খুঁজেছে কেউ? দেখেছে কেউ?
সে কি মহামায়া? কি অদ্ভুত এক চেতনা তাঁকে ঘিরে!
কত শত পরীক্ষা, তাঁকে পাওয়ার আকুলতায়।
প্রণয়ের আনলে তাঁকে খুঁজে পাওয়ার ব্যর্থ চেষ্টা।
তবু তাঁকে খোঁজে পাওয়ার ভিন্ন ভিন্ন প্রচেষ্টা,
কেউ খুঁজছে ভুল ভেবে, কেউ ভালোবেসে,
কেউবা আবার খুঁজে তাঁকে মানব শিশুর হৃদয় মাঝে।
কত শত প্রচেষ্টা তোঁমাকে পাবার,
কেউ কি খুঁজে পেয়েছে তোঁমায়?
তুমি নওতো নিষ্প্রাণ? তবে বৃথা এই প্রচেষ্টা কেন?
নিঝুম ঘন অন্ধকারও জানতে চায় তোঁমায়,
তোঁমার ক্ষমতার অশেষ তারা অনুভবে মাখে,
ভেদাভেদ ঘুচাতে চায় এ সমাজের, এ পৃথিবীর।
তুঁমি কি শুধুই আছো ধর্মগ্রন্থের পাতায়?
তারাওতো মাতৃ সন্তান বাড়চ্ছে অবহেলায়।
তাদের জন্য নেই তুমি, নেই কোন সমাজ,
তারাও উঠেছে বেড়ে তোমার প্রতিক্ষায়,
কিছু আজানা প্রশ্ন নিয়ে, পারি জমায় বহু পথ।
ঘুরে বেড়ায় সুসজ্জিত সমাজের কিছু অর্ধনগ্ন মানবের দ্বারে,
ভালো থাকার প্রতিক্ষায়, ভালো মানুষ হবে আসায়,
তাদের তুমি নেই, নেই কোন অধিকার
তাদের কান্না শুধুই বেঁচে থাকার, বেঁচে মরার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments