সূর্যের প্রতিটা আলো কণায় হারিয়ে যায় শৈশব
হারিয়ে যায় কৈশর প্রতিটা নিঃশ্বাসে;
যৌবন হারিয়ে যায় এক বোঝা দায়িত্বের অগোচরে,
হারায় নিঃশ্বাস অবহেলার চাদরে।
এ অজানার ভিড়ে মানুষ কিঞ্চিৎ বাচেঁ কি জন্যে?
কি সুখ মিলে এ পৃথিবীতে?
বাঁচার শিকড়ে আঁকড়ে থাকে বহু বছর
কত শত যন্ত্রনা চিত্তে ধারণ করে।
তবু বাঁচতে চায় কোন ভালোবাসার জোড়ে, কোন আকাঙ্ক্ষায়;
পার হয়ে যায় প্রতিটা জীবন প্রাপ্তির আশায়
খোঁজে না পাওয়া ভালোবাসায়।
এই ভাবেই কেটে যায় বতসরের পর বতসর
যুগের পর যুগ,
তবে মিলে যদি খানিকটা সুখ মৃত্যু শয্যায়
সাদা কাফনের পর্দায়।
2021-09-27