5/5 - (1 vote)

নিঝুম রাত, চারিদিকে কোন কোলাহল নেই
বিরাট এক শুন্যতা গ্রাস করেছে
আমাবস্যার অন্ধকারকে সাথে নিয়ে।
কেউ একজন নিঃশব্দে কাঁদছে
হয়তো কারো অপেক্ষার স্মৃতি আগলে নিয়ে
না হয় কিছুটা অভিমানি প্রয়াশে,
সে আমাবস্যা কাটিয়ে একদিন পূর্ণিমা আসবে, সে অপেক্ষায়।
গাম্ভীর্য্যতার অলংকার গায়ে জরিয়ে
মনে ঠাঁই নেওয়া যুবতীর, নাম অজানা;
একগুচ্ছ কালোমেঘের আড়ালে লুকিয়ে থাকা চাঁদ,
তার আলোর ভান্ডার ছড়িয়ে দেয় মেঘের উপরে
সেই আলো ঢাকা পরে কালো মেঘের চাপায়,
সেই রাজ্যে সেই যুবতীর বাস, তা অজানা।
মেঘের মেয়ে, হয়তো আমাবস্যার পরী
না হয় কোন রূপকথার রাজ্যের রাজ্য মনি
এইটুকু ভাবনায় কেটে যায় কত র্নিঘুম রাত।
কিছু প্রেমের নাম হয়তো আত্মহত্যা
যেখানে একটি মনের নিষ্ক্রিয় টানে অপরটি প্রেমকাতুরে,
উপলব্ধি বোধ হারিয়ে পর্যাবসিত হয় সলিল সমাধির ছোট্ট নক্ষত্রে।
আজ তাকে বিদায় জানানোর শেষ রাত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments