অবসাদে পরে রয় দেহ,
যা অজানা তা না হয় অজানাই থাক,
বইয়ের বাইরের জানালা খোলা
ভিতরটায় অমানুষিক এক যন্ত্রণা।
প্রেমিকের ব্যর্থ প্রচেষ্টা শুধু পরে রয়
বয়ে বেড়ায় প্রতিটা খুনি মস্তিষ্ক
শুধু এক চিৎকার হাহাকার ভেসে বেড়ায় বাতাসে,
খনিকের যন্ত্রণায় খুন হয় মন
শুধুই অশান্তি, শুধুই অশান্তি।
কেউ কারো নয়, বারংবার শোনা যায় চিৎকার
কোন জীবিত কবরের পাশে,
কে এই জীবন্ত কবর? কেন এই হাহাকার?
কেউ খোজে না তার কারণ
শুধুই যন্ত্রণা, শুধুই যন্ত্রণা।
প্রতিকারে যায় না ছুটে কেউ
দেয়না ভালোবাসা, বৃথায় সান্ত্বনা, বৃথায় বেঁচে থাকা
অতঃপর একটি নতুন মৃত্যু।
2021-09-07