3/5 - (1 vote)

জানি তুমি ঘুমোচ্ছো,
হয়তো কোনো মধুর স্বপ্নে তুমি
প্রজাপতি হয়ে বিচরণ করছো
ফুলে ফুলে।
কিন্তু বিশ্বাস করো আমি
এখনো চাতক পাখির মতো
চেয়ে আছি এক ফোটা
বৃষ্টির অপেক্ষায়,
আমি ঘুমোই নি। তবে জানোতো
এই নিশিরাতে অন্ধকার দেশে
আমি একা নই, সঙ্গে আছে
তোমার নরম অনুভূতিগুলি,
তাইতো আমি সাহস করে
বাইরে খোলা মুক্ত গগনতলে
খুঁজে চলেছি একটুকরো
আলোর দিশা।
জানি তা সহজ কাজ নয়,
চাঁদ শীতল সমুদ্রের অতলে দিয়েছে ডুব,
জোনাকিরা বন্ধ করে দিয়েছে
তাদের লুকোচুরি খেলা।
কিন্তু তবুও আমার ভয় নেই –
তোমার অনুভূতিগুলো কানে এসে
ফিসফিস করে বলে চলেছে: ‘কিগো, ভয় নেই
আমি তোমার পাশে রয়েছি’।
তাহলে ভয় কিসের, বলো?
আমি যাচ্ছি গো সোনা
আমার কাব্যের পাখনা হয়ে
তোমার স্বপ্নের বাগানে-
ফুল হয়ে উঠবো ফুটে,
ছড়াবো মিষ্টি সুবাস –
তোমার কোমল পরশে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments