আমার অবস্থা পদার্থের পঞ্চম মাত্রার মতো
আমার অস্তিত্ব যত্তসব আজগুবি লাগে তোমাদের
আমি ভুলে গেছি আমি কি ভুলেছি
মৃত্যুদণ্ড দেওয়া হোক আমায়, আমি ভালোবেসেছি
মৃত্যু তোমায় ছোঁয়ার আমার ইচ্ছে অনেক দিনের
আমি ই নেই যেখানে সেখানে কি ইচ্ছারা অন্তর্ধান নেয়?
কতকাল কতশত পথ ধরে আমি খুঁজেছি তেপান্তরে
আমার সেই আরাধ্য বিকেল, আর পিছুটান
কিছু ছোট ছোট শব্দ বারেবারে কষ্ট জাগায়
মুক্তি চাইনা আমি, মূর্তিমান হতে চাই
গ্লানিবোধ করিনা কারণ তারা গ্লানিতে ডুবিয়ে মেরে ফেলতে পারেনা
আমি হঠাৎ বিষণ্ণ হলে ঘুমানোর জন্য চিৎকার করি
ঘুম আসে না, সাদা সাদা কোটর, কত পার্শ্বপ্রতিক্রিয়া
আমি কত কত ভুল করেছি, আমি ই জানি না
ভুল করা অন্যায় নয়, ভুল করেছি কি না
আমার ভুল গুলো আমি জানি খুব স্বচ্ছ এবং সুন্দর
আমার তরফ থেকে কোনো ফাঁকফোকর নেই
তবু ও তুমি ভালো থাকছো এসব লোককথা ভেবে
আমি পাথরের গায়ে ফুল ফোঁটাতে খুব ব্যস্ত ছিলাম
দেখিনি আশেপাশে ভূমিধস এগিয়ে আসছে আমার দিকে
এটাই কী তবে আমার কবর হবে
হেরে যাওয়া, শুধু হেরে যাওয়া ই হয়
হেরে গিয়ে অনেক অশান্তি ভোগ করছি কেন
মস্তিষ্ক বিভ্রাট শুধু কি গল্প, উপন্যাস আর নাটকেই ঘটে?
হবে নাকি আমার সাথে না আরও কিছুদুর পরে?
এখনও ঠিকমতো ভাঙিনি আমি, অবশ্য দেরি কই
আমি খুবই নির্লজ্জ, নিজেকে নিজেই ডুবোই
সাতার জানিনা, তাই ভেসে রই
2021-08-14