এখানে মৃত্যু ঘুরছে ঘূর্ণায়মান নদীর জলের মতোন।
যতোবার ভাবি পাশ কেটে সাঁতরাবো, ভাবি এই বুঝি এলো উজান, এবার গা ছেড়ে দেবো ;
ততোবার আমাকে টেনে নিয়ে যায় সেই পাঁক।
হাতে-পায়ে শেকল পরায় বিশ্বাসী কচুরিপানা।
বৃথা হাত-পা ছুড়ি, বৃথা চিৎকার।
আরো বেশি তলিয়ে যাই, আরো অতল গহ্বর।
উদ্ধারকারী জাহাজ রুস্তম এখনো আসছে না কেনো?
কবিরা নিশ্চিহ্ন হয়ে যাক- এই কী তবে সে চায়?
প্রিয়তমা, তলিয়ে যাচ্ছি…
তোমার পোষা হাঙর দুটো’কে পাঠাও।
2021-07-03