4/5 - (1 vote)

হাত ছুঁয়ে বলা অথবা ফু দিয়ে
বাদামের খোসা ওড়ানোর সময়
ব্যক্ত স্বপ্নগুলো,
হয়তো থমকে যাবে।
একই ছাদের নিচে থাকা,
যখন ইচ্ছা আদরে জড়ানো,
দু’জনার সঙ্গী হয়ে আসা সন্তান,
তাদের ঘরময় থপথপ করে হেঁটে চলা,
ঝগড়া করলেও হাত না ছাড়ার প্রতিজ্ঞা,
ইগো-টিগো অ্যান্টিসেপটিকে ধুয়ে ফেলা,
কাজে যাওয়ার সময় চুমু, ফিরে এসে চুমু,
দু’জনার একসাথে করা শখের রেসিপি,
পুরুষ কর্তৃত্বকে বিদায় জানানোর আগাম ঘোষণা,

নিমিষে এতোসব স্বপ্নগুলো হাওয়ায় মিঠাই করে দিতে পারে-
এই বেপরোয়া বাস,
যাত্রীবোঝাই লঞ্চ,
স্লিপার খুলে নেওয়া ট্রেন,
অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা,
আমাদের মৃত্যুর দায় নেওয়ার জন্য এখানে বসে নেই কেউ।
এখানকার জনপ্রিয় খেলার নাম তো জানো-
‘ব্লেম গেম’!
তাই, যতদিন বাঁচি –
কোলে তুলে রেখো, কপালে নজরটিপ দিয়ে রেখো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments