5/5 - (1 vote)

ভাটা সমুদ্রের ডি-হাইড্রেশন
সমুদ্র মানুষকে টানে ডি-হাইড্রেশনে
তবে ফিরিয়ে দেয় তার আকার ও পরিমাপ
আমরা চারবন্ধু তুষার, সিদ্ধার্থ, রাইসু
আর আমি
জলের সান্নিধ্যে আছি বেশ কিছু দিন
গলাধিকরণেও নোনা ঢেউ
হয়ে ওঠে আজ স্কটল্যান্ডীয় সোনালি শিশির
সৈকতের বালিয়াড়ি উষ্ণতায়
ফিরে পাই যেন পরস্পরের কাব্য ভাবনার ঋণ
বাংলা কবিতার ডি-হাইড্রেশন
এ যদি হয় আমাদের বাংলা কবিতার ধারা-বর্ণনার কক্সবাজার
তবে বড়ো অহংকারী মনে হয় এসব উপাদান
উপাদান আশ্রয়ী উপকরণ খোঁজার পালা
হাফপ্যান্ট পরে কবিতার জোয়ারের দিকে ছুটে যাওয়া
শব্দ ও ঢেউয়ের সঙ্গে লড়াই করা, সাঁতার কাটা
সমুদ্র-গর্জনে ভয় পেয়ে কূলে ওঠার চেষ্টা করা
তবে আমাদের প্রবীণ সাহিত্য-সাঁতারুরা
নিজেকে সমুদ্র-রচনার পারদর্শী ভাবতে ভাবতে
কবে যে কূলে উঠে গিয়েছিলো ওরা আমরা ভাবিনি
তাই শিল্পের ডি-হাইড্রেশন
আর সমুদ্রের ডি-হাইড্রেশন আজ
আমাদের সৈকতের ক’টা দিনে আজ এক হয়ে গেলো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments