5/5 - (1 vote)

বোঝা হয়ে ছিলো!
কারো কারো আঙ্গুলে; আংটি মানায় না।
এক ছিলো ছাদনাতলার যুগ; সেই হতে চকচকে
আংটিটা হাতে পরে আছি।
চকচকে জীবনের রঙ জ্বলে ফিকে হলো–
চকচকে মিঠেরোদ, তমসায় মরে যেয়ে
হলো কালঘুম।
কিছু কিছু অসময় থাকে; কাউকেই
কিছুতেই বাঁধে না।

একদিন মরা মুখ;
মুছে দিতে
বাঁধেনি আমার।
মনে আছে; সেই কবে দিকে দিকে একদিন
রটেছিলো–
জীবনের সুতো নাকি একসাথে বাঁধা?
আমাদের; হলো না গো একসাথে বাঁচা;
একসাথে মরাটাও–
হলো না।
আমাদের একরঙা সাদা-কালো ছবি,
তাতে কেউ ফুল দিয়ে
কাঁদবে যে–
হলো না এমন।

আজ সেই মরণের আঙটিটা বেচে,
তবু কিছু; চাল হলো ডাল হলো–
পাখি হয়ে
দানাগুলো একসাথে খাওয়া হলো না।
বেশ হলো;
এই হাতে রইলো না আর কোনো বোঝা!
পাথর বুকের বোঝা
কি এমন বেশি আর বলো!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments