একটা আমি ঘরের মায়ায়
সাধ ভুলেছি অভিমানে,
আরেক আমি ঘর ভেঙেছি
ভবঘুরে পথের টানে।
একটা আমি আপোষ করি
আরেক আমি ভাঙতে চাই,
একটা আমার বিলাসজীবন
আরেক আমার সাধ্য নাই।
দুই আমাতে টানাটানি
কোন আমিটা সবচে কার?
দুই আমি’র দোটানাতে
দুকূল জুড়েই অন্ধকার!
একটা আমি ঘরের মায়ায়
সাধ ভুলেছি অভিমানে,
আরেক আমি ঘর ভেঙেছি
ভবঘুরে পথের টানে।
একটা আমি আপোষ করি
আরেক আমি ভাঙতে চাই,
একটা আমার বিলাসজীবন
আরেক আমার সাধ্য নাই।
দুই আমাতে টানাটানি
কোন আমিটা সবচে কার?
দুই আমি’র দোটানাতে
দুকূল জুড়েই অন্ধকার!