হৃদয় প্রকাশিত শব্দকোষে পরীক্ষিত তোমার হৃৎপিন্ড,
যেখানে কম্পিত হৃদয়ের পূর্বাভাস ফুটে উঠেছিলো,
প্রেমের দীপাবলি জ্বালিয়ে বাসনার সৃষ্টি হয়েছিলো,
তারুণ্যের উদ্যমী ভাবনা প্রেমের কাব্য উপবনে,
প্রেমকলির উষ্ণতা শীতল মনে অগ্নিবীণা হয়েছিলো,
হৃদয় দ্বারস্থ প্রেমদুয়ারে যেখানে তোমার উপস্থিতি,
হৃদ্যতার আভাসে মোড়ানো ছিলো আবেগী শব্দাবলী,
অবচেতন মনে ভালোবাসার জাগ্রত সূর্যের আলো,
নিভন্ত ফুসফুসে জ্বলন্ত কৌতুহলী প্রেমের আনন্দ,
হৃদয় বিহারে সাজসজ্জার বিশাল আয়োজন মেলা ।।
হাজার কৌতুহলে মনের পাতায় স্বপ্নের দৃশ্যাবলী,
হৃদয়ের নীলখামে আশার প্রেমের বন্দি শিবির,
প্রেমের শাব্দিক প্রচারণায় হৃদয়ে তুফানি আবহাওয়া,
প্রেমবৃত্ত ভাঙতে হৃদয়ে জন্ম যোদ্ধা অভিমন্যুর,
তলোয়ার হাতে প্রস্তুত কেবল যুদ্ধঘন্টার অপেক্ষা,
প্রেমস্পর্শার নিকট আগমনে বাধাকে করবে দমন,
প্রেমের অফুরন্ত ক্ষিপ্রতায় পরাস্ত লজ্জাবতী প্রেমিকা,
হৃদয় প্রান্তরে সুপ্তপ্রেমে তীরবিদ্ধ লাজুক পরিণীতা,
প্রেমস্পর্শে শিহরিত চাওয়া পাওয়ার অমোঘ নেশা,
প্রেমজলে তৃষ্ণার সমাপ্তি ওগো স্বপ্নপুরীর পরিণীতা ।।
2020-08-02