বাংলা কবিতা, হৃদয়ের অন্ধকার চিলেকোঠায় বিষাদবন্দি কবিতা, কবি তিলক দাস - কবিতা অঞ্চল
Review This Poem

অবসরের ডানাহীন পাখির দুঃখ কেউ বুঝেনি
চেয়েছিল ডানাযুক্ত পাখির মত কর্মযুক্ত জীবন,
ডানাহীন পাখিটি স্বপ্নহীন দুর্বিষহ মানচিত্রে উপস্থিত
বিশাল মানচিত্রে কোথাও যেতে পারেনি স্বপ্ন নিয়ে,
তার স্বপ্নের জন্মলগ্নে চুরমার করে দেয়া হয়েছিল বিশ্বাস
তার স্বপ্নিল ডানাগুলো আহত বাস্তবতার বিষাক্ত বাণে।
তার মনকে পড়তে ব্যর্থ পৃথিবী তাকে স্থান দিতে পারেনি
দু’পায়ে এগিয়ে যাওয়া পাখিটি ক্লান্ত শরীরে বসে পড়ে,
তার স্বপ্নেরা হৃদয়ের অন্ধকার চিলেকোঠায় বিষাদবন্দি
শীতার্ত দেহে জড়সড় শরীরে অশ্রুকাব্যের অগ্নিকল,
গ্রীষ্মের অগ্নিগোলক আক্রমণে আহত ক্রন্দনরত পাখি
কেউ দেখেনি তার হৃদয়ের বেডরুম চাবিহীন তালাবদ্ধ।
কেউ বুঝেনি ক্ষতবিক্ষত হৃদয়টা আজ হৃদরোগে আক্রান্ত
স্বপ্নেরও ধর্ম আছে বিধান আছে আছে নিজস্বতার প্রতীক,
অপরের স্বপ্ন নিজের উপর চাপিয়ে দেখো হে পৃথিবী
তখন প্রশ্নের মুখোমুখি না হয়ে নিজের দম্ভই প্রকাশ করো,
তবে কি ডানাহীন পাখিটি তোমার মনের ব্যালেন্স শীট !
তাকেই আহত করে তোমার অংকের হিসাব মিলেছে !
তার অশ্রুনদীর বন্যাদুর্গত জীবন দাগ কাটেনি তোমাতে! 
একদিন তুমিও শেষ হবে অসমাপ্ত স্বপ্নের দুঃখ নিয়ে,
তুমিও হারিয়ে যাবে বিশালতার অনির্ভর চাপের গোলায়।
সবাই আজ অবসরের ডানাহীন পাখি বলেই ডাকে
সেতো অবসর ছিল না ছিল বিরামহীন আনন্দের পাখি,
তুমিও একদিন অনুভব করবে অবসরের শাব্দিকঅর্থ
হৃদয় হবে ডানাহীন শব্দের এক সার্থক বিষাদ কারাগার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments