আধোরাতে দেখি গো তোমারে হৃদয় নয়নে,
যতনে রেখেছি হৃদের আয়ুশীতে তরুলতা বানিয়ে,
প্রেমের শুভ্র প্রভাতে অঙ্কিত মায়াবিনীর মুক্তগৃহ,
প্রভাত পবনে উড়িছে প্রেম কবিতার ঝাণ্ডা,
হৃদের মৃত্তিকা কাঁপিয়া উঠিছে প্রেমের বিশালতায়,
নীলকন্ঠ গাহিছে স্বপ্নের গান আনন্দধারার ভুবনে,
স্বপ্নকথার বাণে দুখের ললাটে সমাপ্তির টীকা,
তবু দুখের মূর্ছনায় নিস্তব্ধ রাত ক্রন্দনরত,
আধেক ঘুমঘোরে ঘেরাও কেন জীবনী বাগানবাড়ি,
তুমি ছিলে জীবন পরিভ্রমনে প্রেমের অগ্নিভা,
পথভ্রষ্ট পথিকের জীবন আজ অচিন পৃথিবী,
দুই পৃথিবীতে বিভক্ত হৃদয়ের সপ্তপদী সুর,
এসো ফিরে হৃদয়াঙ্গনে অগ্নিলার অপরূপ পূর্ণরূপে,
আধোরাতে দেখি গো তোমারে হৃদয় নয়নে,
যতনে রেখেছি হৃদের আয়ুশীতে তরুলতা বানিয়ে।
2020-07-28