বাংলা কবিতা, স্মৃতিকথায় প্রেমকাব্য-২ কবিতা, কবি তিলক দাস - কবিতা অঞ্চল
Review This Poem

হৃদয় প্রকোষ্ঠে জমানো দুখী উপন্যাসের প্রচ্ছদের ছায়াও কেউ দেখেনি,
কেউ বুঝেনি এর শাব্দিকঅর্থ আর অর্থের পূর্ণতা তো হাজার মাইল দূরে,
কতবার যে গভীররাত্রিতে জেগে উঠেছি ভালোবাসি ভালোবাসি বলে,
কতবার তোমায় স্বপ্নে দেখেছি হৃদয়ের চোরাবালিতে ডুবে যেতে,
আঁতকে উঠেছে হৃদয় ভালোবাসি শব্দের মানুষটিকে হারিয়ে,
ক্রন্দনে ভারি হয়ে উঠেছিলো বক্ষজুড়ে ভালোবাসার শব্দগুলো,
স্বপ্নিল ধবল মেঘেরা রূপান্তরিত হয়েছিলো কালোমেঘের অগোছালো গল্পে,
প্রেমের সঞ্চালিকা যে হারিয়ে গেছে অশব্দ প্রেমের নীরবতার আলিঙ্গনে,
হৃদয় চূর্ণ বিচূর্ণ প্রেমের মৃত্যুর অভাবনীয় অসফলতার সাফল্যে,
তন্দ্রাবেশে বোবার মতো উপড়েছিলাম হৃদয়ের কেন্দ্রবিন্দুর স্বপ্নগুলো,
আমি অভিমান করেছি অপ্রেমের সাথে,প্রেম আমার সাথে,
পাহাড় রাগ করেছে ঝর্ণার সাথে, ঝর্ণা রাগ করেছে মেঘেদের সাথে,
বৃষ্টি রাগ করেছে মৃত্তিকার সাথে, গ্রীষ্ম রাগ করেছে শীতের সাথে,
এতো রাগ-বিরাগের মাঝে জীবন যেন ভাসন্ত মহাসমুদ্রে ডিঙি নৌকার মাঝে,
বাস্তবতার মাঠে আবেগী চিন্তা চেতনার ডালপালা বড্ড বেমানান মনে হয়,
প্রেমের নিরেট শব্দবাক্যরা আজ হৃদয় কারাগারে যুদ্ধবন্দিদের মতো,
তারা অক্সিজেন পাচ্ছে কার্বন ডাই অক্সাইড ছাড়ছে আবার ঘুমিয়ে পড়ছে,
তোমার দূরত্ব আর পরশহীন অনুভূতি এখনো বিমূর্ত রাতের প্রতীক হয়ে আছে,
মানবীয় পৃথিবীতে এরা মূল্যহীন কিন্তু হৃদয় পৃথিবীতে এরাই অমূল্য সম্পদের পাহাড়,
জীবনযাত্রার মান উন্নয়নে মানব জগত আজ যান্ত্রিক কিন্তু আমি অযান্ত্রিক মানব,
আশাহীন পৃথিবীর আচলে আটকে আছে অযান্ত্রিক মানবের শ্রুতলিপির প্রবাহ,
তুমি নেই বলে সূর্যের উদিত হওয়া বা অস্ত যাওয়া থেমে নেই থেমে নেই দিন-রাত,
দীর্ঘ জীবনের পরিক্রমায় পরাক্রমশালী হয়েছে কেবল বাস্তবতার আগ্নেয়াস্ত্র,
আর আমি ভয়ার্ত বাস্তবতার ইন্দ্রজালে ছটফট করা মানব হিসেবে বেঁচে আছি,
বেঁচে আছি দেখা স্বপ্নের অদেখা বাস্তবিক উপন্যাসের পরাজিত নায়ক হয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments