বাংলা কবিতা, স্বপ্নেরা তাই অপরাজেয়তার গল্প লিখে কবিতা, কবি তিলক দাস - কবিতা অঞ্চল
Review This Poem

আজ আমি জীবনের প্রেসবক্সে বসে আছি
     আবছা কাচের আয়নায় অগোছালো স্বপ্নেরা
রিপোর্টে কলমের কালির রঙ শুধুই লাল,
     ব্যর্থতার প্রতিনিধি যেন জীবনের প্রতীক
মনের আকাশে কালোমেঘে অঙ্কিত দুখী নিশান।

আজ বাস্তবতা বনাম স্বপ্নিল একাদশের খেলা
     স্বপ্নেরা বাস্তবতার আঘাতে সম্পূর্ণ পরাজয়ের পথে
বাস্তবতার কৌশলে স্বপ্নেরা কেমন ওলট-পালট,
     নৈপুণ্য প্রদর্শনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারংবার
বাস্তবতার কূটকৌশলে নাস্তানাবুদ স্বপ্নিল একাদশ।

বাস্তবতার মাঠে অতিথি হয়ে খেলাটা বিপদমুখী
     দর্শকশূন্য স্বপ্নিল একাদশ হিমশিম খাচ্ছে
স্বপ্নতীর প্রতিপক্ষ জালে লক্ষ্যভেদ যেন কঠিন,
     বাস্তবতা আক্রমণাত্মক খেলায় আরো পারদর্শী
সঙ্গী হিসেবে কঠিন মায়াবী পৃথিবীর বেড়াজাল।

সমাপ্তিতে স্বপ্নিল একাদশ নোনাজলে ডুবন্ত
     মানবকুল তবু স্বপ্ন দেখে বাস্তবতার রাঙাচোখে
হার না মানা চিন্তাশীল মননকর্তা তাই স্বপ্নবুনে,
    সাজিয়ে রাখে তার শতস্বপ্ন বিনেসুতোর মালায়
স্বপ্নেরা তাই অপরাজেয়তার গল্প লিখে যায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments