আজ, হ্যাঁ আজ ছুটে চলা সেই ছত্রিশ বছরের কবিতা
অগ্নিগর্ভে বিলীন হবে দুঃখ,
জমে থাকা মেঘের জমাট বাঁধা পাথর হবে পরাজিত
অভ্রনীলে জেগে উঠবে হাস্যোজ্জ্বল সূর্য,
উনিশশো নব্বইকে পরাজিত করবে দু’হাজার বাইশ
তিন লাখ এগারো হাজার চল্লিশ ঘন্টার অবসান,
উনিশশো ছিয়াশির মত উঁচিয়ে ধরা হবে বিশ্বকাপ
কবিতায় শুধু একটি পরিবর্তন হবে,
ডিয়েগো ম্যারাডোনার পাদপীঠে লিওনেল মেসি!
আহা! সে কি উৎফুল্ল এক উৎসব হবে!
স্ক্যালোনি ছড়িয়ে দিবেন তার মেধা খেলোয়াড়দের
যার স্পর্শে মস্তিষ্ক হবে জাদুকরী,
পায়ে থাকবে সেই দলগত একাত্মতার ঘোষণার সুর
আর লিওনেল মেসি হবেন মধ্যমণি!
অসাধারণ জাদুকরে বেজে উঠবে জয়ের প্রতিধ্বনি
করতালিতে আর আনন্দ চিৎকারে দর্শক!
ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার অপেক্ষার পালা
এবার শেষ হবে কিংবদন্তি মেসির পায়ের জাদুতে!
ঘুচবে অন্ধকারাচ্ছন্ন সময়, হাসবে বিশ্ব মহাবিশ্ব
ছড়িয়ে যাবে রঙিন প্রচ্ছদে বিশ্বের তাবৎ পত্রিকা!
ওই যে আসছেন মেসি আর তার হাতে বিশ্বকাপ
ফার্নান্দেজ আলভারেজ আর মার্টিনেজ নাচছে!
দু’হাজার বাইশ হাসবে উনিশশো ছিয়াশির মতো
সুখের কান্নায় ভেসে যাবে দুখেরা!
শতকোটি মানুষ নেমে যাবে নীল-সাদা পতাকা নিয়ে
লোকে লোকারণ্য রাস্তা আর অলিগলিতে!
মিছিলে মিছিলে ছেয়ে যাবে প্ল্যাকার্ডে আনন্দ মিছিল
ঠিক তখনি, হ্যাঁ ঠিক তখনি আবির্ভাব হবে একজন!
নেমে আসবে ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা
লিওনেল মেসির উপর ফুটবল ঈশ্বরের হাত!
আহা! কি আনন্দাশ্রু ঝরে পড়বে পৃথিবীর আঙিনায়!
ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় মেসির হাতে বিশ্বকাপ
আর আনন্দাশ্রুর ঝর্ণায় মুছে যাবে গ্লানি!
ডিয়েগো, তোমার লিও আজ তোমাকে মুক্তি দিবে
আনন্দ মিছিলে তোমার ছবি অলংকৃত হবে!
তুমি আর লিও মিলেমিশে হবে একাকার সূর্যালোকে
আলোয় আলোয় মিছিল হবে, হাতে রবে বিশ্বকাপ।
2022-12-18