তোমার স্পর্শ-ই সার্থক কবিতা
হেমন্তের বিন্দু, শিশির বিন্দু ভালোবাসার সিন্ধু
যাই বলি তুমি আমার শরতের সফল প্রভাতফেরী,
সুরভি, তুমি না থাকলে অভ্রনীল যে কান্না করে
রবি তার প্রভাতের গান ভুলে গিয়ে বিষন্ন হয়ে যায়,
হৃদয়ের বেলকনিতে ধুলার এক সার্থক ঝড় বয়ে যায়
তুমি থাকলে, কবিতারা মুক্তির আন্দোলনে মিশে যায়
হেমন্তের রাত আবৃত্তির মাতলামিতে যেন ডুবে যায়।
হেমন্তের নবান্ন উৎসবে, কাব্যের উৎসবে তুমি প্রেম
প্রেমের সার্থকতায় সুরভি এক অপার মহিমার নাম,
অনেকেই পুনর্জন্মে বিশ্বাসী, যদি সত্যি তাই হয়ে থাকে
তবে সুরভি নামটি ভালোবাসার হাজার পুনর্জন্মের নাম,
প্রকৃতির নীলাচলে তোমাকে কতবার এঁকেছি শতরূপে
তোমার প্রেমে হেমন্তের গান গেয়েছি আর কবিতা লিখেছি
প্রেমের আকাশ সীমানায় বর্ধিত করেছি প্রেমের মহাকাল।
প্রেমের মহাকাব্যে সৃষ্টি করেছি তোমায় পুনর্জন্মের মত
যতবার দেখি ততবার অবাক হয়ে যাই প্রেমের প্রদীপে,
হেমন্তের শীতলতায় তোমার স্পর্শ-ই যেন সার্থক কবিতা
হৃদয়পথে সুরভির সুরভিতে মূর্ছা যায় শত দুখের বাগান,
আমৃত্যু আর পুনর্জীবনে তোমাকেই চাই শুধু তোমাকে
তোমার খুনসুটিতেও স্পষ্ট হয়ে উঠে প্রেমের মানচিত্র
এভাবেই থেকো জীবনী হেমন্তের নিঃস্বার্থ ভালোবাসা হয়ে।