আমি তোমার নেশা হতে চাই
তোমার আমি নেশা হতে চাই
তুমি মাতাল হয়ে যাও আমায়
আমাতে তুমি মাতাল হয়ে যাও।
তোমার আঙ্গুলে প্রেমের পিয়ানো বাজিয়ে রোমাঞ্চ সৃষ্টি করে দিতাম,
তোমার কালোচুলের খোঁপায় গুঁজে দিতাম প্রেমেরফুল সৌরভ ছড়াতো মিষ্টি বিকেলে,
তোমার পায়ের সাথে আমার পায়ের শব্দহীনতা বলে দিত অমোঘ প্রেমের গান,
তোমার ঠোঁটে প্রেমের তৃষাতুর মিছিল এসে শামিল হত,
তোমার খোলাচুলে প্রেমের হাজারটা কবিতা যেখানে শুধু তুমি আর আমি,
তোমার নীরবতাকে ভেঙে চুরমার করে দিবো চন্দ্র-তারার নিঃশব্দ মিছিলে,
তোমার বিষাদের চিলেকোঠায় আনন্দের সার্থক ফুয়ারা বয়ে যেত,
তোমার মাঝে আমি আর আমার মাঝে তুমি হয়ে যেতাম প্রেমের বৈরাগী।
আমি তোমার নেশা হতে চাই
তোমার আমি নেশা হতে চাই
তুমি মাতাল হয়ে যাও আমায়
আমাতে তুমি মাতাল হয়ে যাও।
তুমি যদি আমার কবিতায় নজরবন্দি হতে অথবা কবিতার প্রচ্ছদ হতে
তবে তোমার নাম হত প্রেমের সার্থক ভাস্কর্য,
তোমাকে নয়নাভিরাম সুনয়না দেখাতো কবিতার পাতায় পাতায়,
তুমি পকেট ক্যালেন্ডারের মতো বুকে থাকতে,
তোমাকে দেখে দেখে প্রকৃতিকে সাজিয়ে দিতাম,
বলে দিতাম, প্রেমেরঘাটে এখন আর দুঃখ নেই,
বলে দিতাম, কবিতার বুকে আজ চন্দ্রিমারাত,
বলে দিতাম, কাব্যচন্দ্রিকায় আজ তারারা শামিল হয়েছে।
শুধু একটিবার শুধু একটিবার…
আমি তোমার নেশা হতে চাই
তোমার আমি নেশা হতে চাই
তুমি মাতাল হয়ে যাও আমায়
আমাতে তুমি মাতাল হয়ে যাও।