বাংলা কবিতা, ক্রমশ আপন হয়ে যাচ্ছি কবিতা, কবি তিলক দাস - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

ক্রমশ বেড়ে যাচ্ছে দূরত্ব
ক্রমশ বেড়ে যাবে এই দূরত্বের বিষয়
ক্রমশ আপন হয়ে যাচ্ছি মৃত্যুর
ক্রমশ স্মৃতিপথে অন্ধকার দেখতে পাচ্ছি
ক্রমশ হারিয়ে যাওয়া স্বপ্নগুলো চেপে ধরছে
ক্রমশ খুঁজে যাচ্ছে তার পুরনো ঠিকানা।

হৃদয়ের বিধৃত নগরীতে এখন ঘুটঘুটে অন্ধকার
সোডিয়াম লাইট জ্বলছে না
লোডশেডিংয়ে অস্বস্তিজনক এক অবস্থা
নীরবতায় নদীর স্রোতের শব্দ আসছে কানে
মনে হচ্ছে কেউ একজন আসছে আসছে
এসে বলবে, কেমন আছেন?

শরীরটা শিউরে উঠছে বারবার
মৃত্যুটা যেন পিছু নিয়েছে বেহায়ার মতো
আবার মাঝেমাঝে শিহরিত হচ্ছে এইভেবে
হয়ত প্রেমিকা আসছে চুমুকাব্য নিয়ে
কেমন একটা উশৃঙ্খলপনা, উফ!
ধুর ছাই এত্ত হিসেব-নিকেশ দিয়ে হবেটা কি!

মেরুন শাড়ি কালো ব্লাউজ কপালে কালো টিপ
লম্বা মসৃণ চুল, সেকি তুমি আসছো! কেন!
নাকি আমি স্বপ্নবিভোর হয়ে আছি!
তোমার গলায় ডিজাইন করা কাঠের মালা
ওখানে ইংরেজি অক্ষর টি এবং আর!
ভালোবাসাটা এখনো কি জিইয়ে রেখেছো!

সবাই আজ কবি বলে ডাকে প্রেমের কবি
কিন্তু প্রেম মারা গেছে সেতো সতের বছর হলো
দুজনে হাঁটতে হাঁটতে একটি মাজারের সামনে
বলেছিলে, কারো উছিলায় কিছু পাওয়া যায়
বলেছিলে, প্রার্থনা করে দুজন দুজনকেই চাইতে
উহ্! খুব পেয়েছি একদম এপার ওপার হয়ে গেছি!

আচ্ছা তুমি কি এখনো পাগলামি করো
তোমার কি এখনো সিঁড়িকোটার কথা মনে পড়ে?
আমার সব মনে আছে,সবকিছু হৃদয় ডায়েরিতে
আমি যখন বাসে রওনা হতাম, মুখটা ভেসে উঠতো
আজো তোমার দীঘল কালো চুলের গন্ধ পাই
তোমার স্পর্শ প্রেমের স্পর্ধা সব সবকিছু হৃদয়ে।

বয়স বাড়ছে, সময় ঘনিয়ে আসছে, ডাকছে মৃত্যু
তুমি কি আমায় দেখতে আসবে সেদিন!
যেদিন আমায় শ্মশানঘাটে নিয়ে যাওয়া হবে
আগুনে পুড়ানো হবে তোমার প্রথম ভালোবাসা!
সেদিন যদি বৃষ্টি হয় বুঝে নিও প্রেম নিষ্পাপ ছিল
তাই আকাশ কান্না করছে অসহায়ের মতো।

সেদিন যদি সূর্য রেগে উঠে তবে কি বুঝবে তুমি
তোমাকে লেখা প্রেমের চিঠিগুলো যদি প্রশ্ন করে
কি উত্তর দিবে আমার লাশের পাশে দাঁড়িয়ে?
ক্রমশ বেড়ে যাচ্ছে দূরত্ব
ক্রমশ বেড়ে যাবে এই দূরত্বের বিষয়
ক্রমশ আপন হয়ে যাচ্ছি মৃত্যুর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments