Review This Poem

আমাকে, আমাকে নিতে এসো না আর
আমি ডুবে যাওয়া এক কবি
বাস্তবতার পাতায় সমাজের শেষ দেখছি
আমাকে তাই নিতে এসো না!
আমি এমন এক রাত কাটাই
এমন এক সকাল আসে যেখানে আলো নেই
যেখানে নেই আশার আলো!
দুপুর চলে যায় পেটে ক্ষিধে নেই
চিন্তার রুটি খেয়ে ফেলেছি অনেক বেশি!
ওগুলো তো আর চাবানো যায় না
তাই গলায় আটকে থাকে!
কেউ বুঝেনা আমি বুঝি, চিন্তাটা গলার কাটা!
সমাজ শ্বাস নেয়, আমিও নিই
বিশ্বেস করুন, একটু বাঁচার জন্য নিই
নিতে ইচ্ছে হয়না তবুও নিই
অভ্রনীলের আকাশটাকে যে রাঙাতে চেষ্টা!
সিগারেট ছাই এখন পারফিউম হয়েছে শরীরে
চিন্তার ভাঁজকে উড়িয়ে দেয়ার প্রয়াসমাত্র
দুই আঙ্গুলের ফাঁকে সিগারেট তাই চেপে ধরি!
আগুন নেভাতে এসে অনেকে জ্ঞান বাটে
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
আমি বলি, দুর্নীতি কি ক্ষতিকর নয়!
সমাজের মাটিতে অসামাজিকতা কি ক্ষতিকর নয়!
সন্তানের হাতে কলমের জায়গায় অস্ত্র
কিংবা শিক্ষার বিপরীতে মিথ্যাচার কি ক্ষতিকর নয়!
সত্যের স্থানে মিথ্যেকে উপস্থাপন কি ক্ষতিকর নয়!
শিক্ষকের নকল সরবরাহ কি ক্ষতিকর নয়!
অন্ধকারের শিঁকে শিশুদের নেয়াটা কি ক্ষতিকর নয়!
মানুষের চোখে মিথ্যে স্বপ্নের গ্লাস কি ক্ষতিকর নয়!
এমন বহু ক্ষতি আছে যার কাছে সিগারেটটা কিছু নয়।
তাই বলে ভেবো না, সিগারেটের সাপোর্ট করছি
এই সমাজ তো আবার বেশি শিক্ষিত তবে
তবে এসব অধিকাংশ শুধু সার্টিফিকেটের ধার ধারে!
আমি তো জানি, এখানে শিশু মিথ্যেছবি দেখে
দেখেনা প্রকৃতির মিলনমেলা, দেখেনি সুন্দর একটি চাঁদ
দেখেনি মাটির রাস্তায় বক্ররেখার জ্যামিতি!
গণিতের সম্পাদ্য মিলে যায়, মিলে যায় সরল অংক
অথচ সমাজটাই ওই সরল অংকের মতই প্যাঁচানো!
নাগরিক কখনো জানেনি তার নাগরিক অধিকার কি
জনগণ কখনো বুঝেনি জনগণের মৌলিকতা কি
জনগণ কখনো শিক্ষাব্যবস্থার উন্নয়ন দেখেনি
আর দেখেনি বলেই নাগরিকত্বের সুবিধা জানেনি
জানেনি তাদের সন্তানেরও সুশিক্ষার অধিকার আছে!
আমাকে, আমাকে নিতে এসো না আর
আমি ডুবে যাওয়া এক কবি
বাস্তবতার পাতায় সমাজের শেষ দেখছি
আমাকে তাই নিতে এসো না!
আমি নিজেই একদিন চলে আসবো মৃত্যুঘরে
যেখানে ঘন্টা বাজবে না বিদ্যালয়ের,
স্বপ্ন থাকবে না মহাবিদ্যালয় শেষে বিশ্ববিদ্যালয়ের
নীরবতার সাথে মাটিরঘরে শুয়ে থাকবো
সেখানে শুধু থাকবে কবি ও কবিতা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments