বিকেলবেলার ক্রিকেট খেলা চলছে,রানের হিসেব হচ্ছে,বলের হিসেব হচ্ছে
কিন্তু আমার হিসেবের খাতাটা শুধুই কাটাকাটিতে ভরা,ভুলে ভরা,
ছেলেরা ডাকছে দাদা আসেন একসাথে সবাই মিলে ক্রিকেট খেলি
এক শব্দে না বলে দিলাম, চিন্তা করতে ভুলে গেছি ক্রিকেটটা খুব ভালোবাসি,
ভালোবাসি বলতে মনে হলো ভালোবাসা-ইতো নেই জীবন আঙিনায়
সিগারেট প্যাকেট হাতে নিয়ে বসে আছি অতীতের বিষণ্ণ হৃদয়ঘরে,
মনের ফুসফুসে অক্সিজেন নেই, মনে হচ্ছে কার্বন-ডাই-অক্সাইডের রাজত্ব
অন্ধকার ঘুটঘুটে জীবনপথে সিগনালবাতি নেই, নেই স্বপ্নময় চিন্তা,
আমি আমার আমিকে হারিয়েছি বহুবছর আগে পৃথবীর বুকে,
তুমি তোমার পৃথিবীকে গুছিয়ে রেখো নীলাভ হৃদয়ে।
অবারিত প্রশ্নের বৃষ্টিহীন যন্ত্রণায় মনের মাঝে আহাজারির বালুঝড়
দুখের প্রলয়ের দুর্দান্ত প্রতাপে হৃদয়ে এলোমেলো চিন্তাধারা,
সকলের অগোচরে চোখের মাঝে বিন্দু বিন্দু জলে সৃষ্টি হয় সাগর
স্বপ্নিল ভুবনে সাদাকালো চিন্তারাজ্য আর চারিধারে স্বার্থান্বেষী মানুষ,
দুখের ধার ধারে না লোকেদের মাঝে নিজেকে অসহায় লাগে
অবাক জলপাত্র নোনাজলে ভরপুর দুখীগন্ধে অসহ্য জীবন,
রাতের সোডিয়াম আলোয় কবিতারাও কান্নারত কবির জন্য
কথাকাব্যগুলো ব্যস্ত কবিকে সান্ত্বনা দেবার জন্য আবৃত্তি আয়োজনে,
তবু কবির হৃদয় নিভৃতে বলে যায়…
আমি আমার আমিকে হারিয়েছি বহুবছর আগে পৃথবীর বুকে,
তুমি তোমার পৃথিবীকে গুছিয়ে রেখো নীলাভ হৃদয়ে।