অনুভবের মনপুকুরে একসময় শৈবাল
ধরেছিলো পিচ্ছিল ছিল তার ঘাটের সিঁড়ি,
অবুঝ মনে বুঝের বড্ড অভাবী কান্না ছিল
একাকীত্ব আঁধারে অসম্ভব যন্ত্রণাময় রাত,
ছিল ভালোবাসার আবেদনের অস্থিরচিত্র
হৃদয়ে ছিল শিশুকান্নার ফুঁপানো শব্দাংশ,
ছিল পথ হারানো পথিকের ভয়াল রাত্রি
ছিল অগোছালো কাব্যের নির্মম পরিহাস,
ছিল সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন কাব্যঘর
কাগজেকলমে ছিল কাঁটাছেড়ার উপন্যাস,
ছিল শব্দহীন দুখেদের মিলনে অসহ্য রাত
ছিল যাযাবর জীবনে উদ্দেশ্যহীন পদযাত্রা।
হঠাৎ তোমার আগমনীতে….
হৃদির বাসরে যেন প্রাণের আবেগী উচ্ছাস
প্রেমের নীলাভ আকাশে স্বপ্নবাজ হৃদয়,
অঘোষিত অফুরান নীলকণ্ঠের জয়গান
শীতল হাওয়ার পরশে শরতের প্রভাতফেরী,
নীলখামে প্রেমবিলাসী অনুভূতির প্রকাশ
অব্যর্থ নিশানায় কাব্যের সার্থক নীলপদ্ম,
আনন্দ মিছিলে হৃদয় বীণায় রঙিন প্ল্যাকার্ড স্বাধীনতার এ যেন বিশালতার গীতবিতান,
কালের গহ্বরে হারিয়ে যাওয়া প্রাণের মুক্তি
প্রকৃতির গানে বনলতার নিত্যের আবদার।
তুমি ভালোবাসার নগরীতে….
স্বপ্নময় এক পৃথিবীরূপের আলোকছটা
যার আকাশে সূর্যের আলোটা নীল ছিল,
সন্ধ্যারাতে জোনাকিপোকার আনন্দমেলা
মধ্যরাতের আবৃত্তির আসরে প্রেম তপস্যা,
সাবলীল ছন্দে ছুটেচলার পথটুকু যেন মসৃণ
তারই মাঝে লালিত স্বপ্নগুলো বড় হচ্ছিলো,
দীর্ঘরাত কেটে যাচ্ছিলো নিজেকে নিয়ে
ইচ্ছেগুলো যেন হৃদয় আকাশে উড়ন্ত ঘুড়ি,
মেঘেদের সমাবেশে কাব্যগাঁথার শব্দগুচ্ছ
বর্ষাবিন্দু প্রেমচারা রোপণে যেন ব্যতিব্যস্ত।
অবশেষে প্রেমের সমাপ্তিতে…
তোমার অনুপস্থিতিতে ধ্বংসের মহাযান
হৃদির বাগানে ফুল নেই নেই কোনো কলি,
হারানো দুখেদের আবারো যেন আমন্ত্রণ
বুকের ভিতরের অগ্নিগোলা ফুঁসে উঠছে,
আগ্নেয়গিরির হুংকারে প্রকম্পিত নগরী
মনে হয় মৃত্যুই সত্য আর সবকিছু মিথ্যে,
রহস্যময়ীর জালে ভালোবাসা আজ ক্ষুব্ধ
নিখোঁজ বিজ্ঞাপনে কেবল তারই প্রতিচ্ছবি,
পোস্টমর্টেম রিপোর্টে স্পন্দনহীন অনুভূতি
আবারো ফিরে যেতে হলো প্রাচীন নগরে।
পুরনো ইতিহাসের পাতায়…
আবারো আমার হৃদয় উপস্থিত সেখানে
অনুভবের মনপুকুরে একসময় শৈবাল
ধরেছিলো পিচ্ছিল ছিল তার ঘাটের সিঁড়ি,
ছিল শব্দহীন দুখেদের মিলনে অসহ্য রাত
ছিল যাযাবর জীবনে উদ্দেশ্যহীন পদযাত্রা।