মাতালের ভেসে ঘুরে বেড়ানো মানুষটিকে কখনো কাছে ডেকে নিয়ে দেখো-
সে কি মাতাল নাকি প্রেমহীন পাখি
যার ডানা আছে কিন্তু উড়তে পারছে না
ব্যর্থ হচ্ছে তোমার স্পর্শের অভাবে,
তুমি কখনো প্রেমতৃষ্ণায় ডুবেছিলে!
একবার ডুবে দেখোই না,দেখবে পানি নেই
ঢেউ নেই তবু হাবুডুবু খাচ্ছ অচিন প্রেমসমুদ্রে,
স্পর্শ পেলেই সমুদ্রে পরিণত হবার স্পর্ধা দেখায়
প্রেমের নাব্যতা ফিরে পেয়ে যেন ঝড় তুলে মনে!
আকাশগঙ্গা সঙ্গমে মিলিত হয় প্রকৃতির খেলায়
মাতাল হাওয়া মাতলামিতে উবরে দেয় ইতিহাস
যুদ্ধ যুদ্ধ খেলায় মত্ত হয়ে উঠা অগোছালো প্রেম,
আহা সেকি আনন্দ, সেকি সঙ্গমের মিছিলের রঙ
ধবলগিরি গলে যায়, উফ সেকি শীতল অনুভূতি
দাঁড়িয়ে থাকা বৃক্ষরসে স্নান করে মাটির মানুষেরা,
একবার ভেবে দেখেছ, প্রেমেরফুলে সুগন্ধির ছাড়
নয়নমোহনে মোহিনীশক্তি মিলেমিশে একাকার!
প্রেমের ভাস্কর্যে নয় তোমাকে জীবন্ত করে দিবে
প্রাণের উৎস দেবে এমন সার্থক প্রেমের মানচিত্র,
তারপর হারিয়ে যাবো আমি প্রেমেরঘাটে ডুবেডুবে
অতঃপর নির্ঘুমা কবিতায় তুমি ঘুমোবে শান্তিতে।
মাতালের ভেসে ঘুরে বেড়ানো মানুষটিকে কখনো কাছে ডেকে নিয়ে দেখো-
সে কি মাতাল নাকি প্রেমহীন পাখি
যার ডানা আছে কিন্তু উড়তে পারছে না
ব্যর্থ হচ্ছে তোমার স্পর্শের অভাবে!