আমার পায়ে লুটায় ধুলা
তোমার পায়ে ফুল,
তোমার খাতায় সঠিক হিসেব
আমার খাতায় ভুল!
আমার আকাশ মেঘে ঢাকা
তোমার আকাশে রোদ্দুর,
তোমার ঠিকানা কাছেই থাকুক
আমিই যাবো অচেনায় বহুদূর!
আমার পায়ে লুটায় ধুলা
তোমার পায়ে ফুল,
তোমার খাতায় সঠিক হিসেব
আমার খাতায় ভুল!
আমার আকাশ মেঘে ঢাকা
তোমার আকাশে রোদ্দুর,
তোমার ঠিকানা কাছেই থাকুক
আমিই যাবো অচেনায় বহুদূর!