রঙ মলিন হওয়া সে সব দিন তুই ভুলিস নি জানি ,
হয়তো আমারি মত মনে করিস স্মৃতি গুলি শত ব্যাস্ততার ভীরেও ,
শুধু আগের মতো হুল্লোর করে দেখানো হয়না ।
সেই আগের মত হাজারো অশ্লীল গালী ভরা সম্বোধন ,
সেই বেসুরো গানের নামহীন বিকেল গুলো ,
হাজার চেষ্টাতেও এখন আর ফিরে পাবোনা ।
কত গন্তব্যহীন পথচলা নুতুন পথে পথে ,
কত অর্থহীন জেদ অভিমান আক্রোশ ,
ছিলো নাম না দেয়া কত নিস্বার্থ সাধনা ।
অহেতুক বেচে থাকার সে দিন গুলি অমর ,
আজ বেঁচে থাকার কারন নিয়ে দুর্ভাবনা হয় ,
পিছু ফিরে খুঁজি ফেলে আসা মোহনা ।
বন্ধু দুরের কোন শহরে আমি একলা আছি ,
হাজার কল মানুষের ভীরে কল আমি ,
আগের মত নিশ্চিন্ত সঙ্গ আর পাইনা ।
হয়তো দেখা হয়ে যাবে কোন শহরে ,
খুব ছুটন্ত কোন সময়ের স্রোতের অনুকুলে ,
মনে লালন করি আগের মত একটু সময়ের বাসনা ।