হয়তো গোপন কথার মত তুমি
আপন কোন মানুষের জন্য সংরক্ষিত ,
হয়তো সাজানো স্বপ্নের মত তুমি
খুব যত্নে লালিত ,
হয়তো মধ্য রাতে জোসনার মত তুমি
কবির কবিতার প্রেরনা ,
হয়তো সকালের মিষ্টি রোদের মত তুমি
যুগলের প্রেমের সাধনা ,
হয়তো আন্দলনের স্লোগানের মত তুমি
অবুঝ অসম্ভব হুংকার ,
হয়তো প্রিয় মানুষের অভিমানের মত তুমি
খুব নিশ্চিত অধিকার ,
হয়তো যোদ্ধার তরবারীর মত তুমি
নিষ্ঠুর হত্যাকারী ,
হয়তো প্রজাপতির ডানার মত তুমি
রঙিন আর বাহারী ,
হাজারো উপমার উপমা তুমি
শুধু তুমিই একজন ,
কাছে বা দুরে একি থাকো নয়তো
বদলাও প্রতিক্ষন !
বন্ধু হও তুমি যেমনই ,
আমি আছি এখন থাকবে তেমনই!