নিঃসঙ্গতা এখানে অবিনশ্বর আত্মার মত কাধে চেপে থাকে,
ফেরারি হয়েছে সেই ক্ষুধার্ত অস্থির মন,
কবি গিলে খায় শব্দ,
কবি গিলে খায় দু পয়সার আবেগ,
সেই তৃষ্ণার্ত যাযাবরের মত-
এখানে বাতাস ফিসফিস করে ভয়ের বার্তা শোনায়,
সেই উচ্ছ্বাস ভরা সুখের অতীত বারবার আহত করে অন্তর,
কবি ক্লান্ত হয় অভিনয়ে,
কবি ক্লান্ত হয় দৈনন্দিন মিথ্যায়,
অনন্ত পথ পারি দেয়া মেঘের মত-
এখানে পুর্নিমায় জোয়ারের মত শুন্যতা ভরপুর দশ দিকে,
শুধু অক্লান্ত বেচে থাকা এক একটা যুগ,
কবি অভিমান করে ভালোবাসেনা,
কবি অভিমান করে হারিয়ে যায় গন্তব্যে,
বয়স হয়ে যাওয়া বট বৃক্ষের মত-