তোমার পারায় আর যাইনা এখন
তুমি হয়তো জানো না সে কথা,
হয়তো জানো না আমি বদলে গেছি,
সেই হ্যাংলা ছেলেটি নই এখন,
ব্যালকনির নিচের গলিতে দাড়াতে এখন লজ্জা লাগে,
কোন গলিতেই দাড়াইনা আর।
তোমার পারায় আর যাইনা এখন
তুমি হয়তো জানো না সে কথা,
হয়তো জানোনা বাজে অভ্যেস সব ছেড়েছি,
শান্ত স্বরে কথা বলি এখন,
এমনকি শার্টের বোতাম গুলোও ঠিক করে লাগিয়ে রাখি,
তোমার অপছন্দের যা কিছুই সব।
তোমার পারায় আর যাইনা এখন
তুমি হয়তো জানো না সে কথা,
তুমি হয়তো জানোই না যে আমি ভালো নেই,
বাঁচার জন্যেই বাঁচি রোজ,
ঠিকানার আকাঙ্খা আর করিনা ভুল করেও,
অনন্ত এ পথে হোকনা কিছু ব্যাতিক্রম।