কোথাও হারিয়ে যাওয়ার তাড়া নেই আজ
শুধু আছে অফুরন্ত ভালোবাসার সময়,
কোথাও দুঃখ নেই এতটুকু আন্তরে বাহিরে
মন ভরপুর অসীম বিশ্বাস আর ভরসায়।
নেই ক্লান্তি আজ চোখের উজানে
সপ্নের জোয়ার উত্তাল কুল ভরা,
না বলা কথা আর সুর গুলি সব
চঞ্চল শত কোটি গানে মুখরা।
নেই অহেতুক পুরাতন স্মৃতির জ্বালা
শুধু আছে নুতুন ভোরের ডাক,
আপন করে নেয়ার এ দিন গুলি শুধু
বাধাহীন সামনে এগিয়ে যাক।