নিস্পাপ সাজতে পারার মাঝেও কৃতিত্ব আছে,
বড় অপরাধী হতে গেলে মায়া মাখা মুখ লাগে,
লাগে হাসতে হাসতে প্রিয় জনের বুকে ছুড়ি চালানোর ক্ষমতা,
ওসব খুব কম মানুষকে দিয়েছেন বিধাতা,
এ পৃথিবীতে সহজ মানুষের সংখ্যাই বেশী,
তবুও অন্যায় দেখে দেখে কেটে যায় দিন,
যুদ্ধ হত্যায় ছেয়ে যাওয়া সবুজ পৃথিবি,
সহজ মানুষের দল সহ্য করেই বাচে,
নির্যাতিত হয় কিছু সংখ্যক আমানুষের কবলে,
তবুও সহজ মানুষের দল দিন শেষে খুশি,
2020-12-22