বাংলা কবিতা, নৈবেদ্য কবিতা, কবি তাছনীম বিন আহসান - কবিতা অঞ্চল
3/5 - (2 votes)

হাজারটা সুখের মুহুর্ত আর লক্ষ কোটি স্বপ্ন রেখেও আমি হাসি মুখে বলেছি “তোমায় ভালোবাসি না”,
এ বলা তোমার সুখের পৃথিবী গড়ার ,
এ বলা তোমার নিশ্চিন্ত ভালো থাকার ।

আমি একা হয়ে যাবো জেনেও পাশে সরে দাড়িয়ে তোমায় পথ করে দিয়েছি স্বচ্ছন্দে ,
এ ত্যাগ আমার অহংকার নয় কখনো ,
এ ত্যাগ আমার দেয়া ছোট্র একটু উপহার জেনো ।

তোমার আমার যা ছিলো যা আছে যা আসবে পরেও সব নিস্পাপ হয়ে থাকবে ,
এ পাওয়া আমার আরাধ্য কবিতারও বেশী ,
এ পাওয়া আমার ছোট্ট আকাশে পুর্নিমা শশী ।

তুমি আমার জীবনে জীবন্ত রোজ সুর্যদয় থেকে তারা জ্বলা প্রতিটা রাতের শেষ পর্যন্ত ,
এ বেঁচে থাকায় প্রশান্তি আছি অবিনশ্বর ,
এ বেঁচে থাকায় স্বার্থকতা প্রতিটি প্রহর ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments