Review This Poem

নিঃসঙ্গতা এখানে অবিনশ্বর আত্মার মত কাধে চেপে থাকে,
ফেরারি হয়েছে সেই ক্ষুধার্ত অস্থির মন,
কবি গিলে খায় শব্দ,
কবি গিলে খায় দু-পয়সার আবেগ,
সেই তৃষ্ণার্ত যাযাবরের মত-

নিঃসঙ্গতা এখানে অবিনশ্বর আত্মার মত কাধে চেপে থাকে,
ভুল করেও ভুলে যাওয়া হয় না সুখ,
কবি বিভোর হয় রোজ,
মুছে ফেলে ঠুনকো সামাজিক আবেগ,
সেই বিশ্বাসী বাউলের মত-

নিঃসঙ্গতা এখানে অবিনশ্বর আত্মার মত কাধে চেপে থাকে,
মানুষ খুঁজেও ক্লান্ত হয় মানুষ,
কবি মানুষ চায় না,
নিঃসঙ্গতা প্রিয় করে নিতেও ভালোবাসে,
সেই নিঃসঙ্গ ‘কাইকোমাকো’ গাছটির মত-

#তাছনীম

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments