কেমন আছো বলো?
যাচ্ছে কেমন দিন গুলো তোমার?
অনেক পরিবর্তন দেখছি,
আগের তুমি নেই এখন আগের মত,
অনেক সুখেই আছো তাহলে…
শাড়িও পরতে শিখে গিয়েছো!
সবুজতো তোমার পছন্দ ছিলোনা!
মানিয়ে চলছো সংসারে,
সকাল সন্ধ্যা ব্যাস্ততায় কাটিয়ে দাও,
অনেক ভালোই আছো তাহলে…
কানে কি দুল পরেছো!
হাতে কি মেহেদী দাও এখন!
কত ভাবে বদলাই আমরা,
কত জেদ ভুলে যাই পথের বাকে,
আমরাও সে দলেই তাহলে…
ওটা কি তোমার মেয়ে নাকি?
স্বর্গ থেকে চুরি করে এনেছো নিশ্চই?
কি মায়া মাখা মুখ,
ঐ মুখ দেখেইতো বাচা যায়,
বাচার মানে কি তা না হলে…