বাংলা কবিতা, কথোপকথন ৫ কবিতা, কবি তাছনীম বিন আহসান - কবিতা অঞ্চল
4/5 - (1 vote)

আমি ;
আজ আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে পরিকল্পনা করলাম ,
কয়েকদিনের মধ্যেই তোমার কাছে যাবো ,
কয়েক সমুদ্র সমান ভালোবাসা আর কয়েক আকাশ তারার সমান আদর নিয়ে ,
তুমিতো জানোই তারা দেখে কতটা অবেগী হই আমি !
গত কয়েকটা প্রহর শুধু মনে মনে স্বপ্নই তোমার আঁকলাম ,
আমার ভেতর তুমি তোমার ভেতর আমি কতটা হারাবো ,
ভালোবাসার কোন রাজপথে আদরের কোন পাহারে হারাবো তোমায় নিয়ে ,
জানোইতো তোমার ভাবনায় কতটা উন্মাদ আমি !

সে ;
তোমার আমাকে ভালোবাসার উন্মাদনাটা মাঝে মাঝে ভয় পাই ,
আবার আবেশে চোঁখ বুজে আসে একটু স্পর্শে তোমার ,
তুমি ঝরো হাওয়ার মত হয়োনা আমার এই নশ্বর জীবনে ,
তুমি অবিনশ্বর হও জোছনা রাতের মত ,
রোজ না হলেও যেন নিয়মিত তোমায় পাই যুগ যুগ কাছে !
তুমি ভালোবেসে হেসে কথা বললেই সুখের রাজ্যে হারাই ,
একটু ছুঁয়ে দিলেই যেন মরন হয় হাজার বার ,
হাজারো জোসনা রাতের সুখ ঐ মরনে ,
তুমি আদর ভালোবাসা নিয়ে এসো মুছতে দুঃখ যত ,
তাই আদর ভালোবাসা যত দাও তবুও আরো চাইবো তোমার কাছে !

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments