বলতে দ্বিধা ছিলো সত্যি,
অস্বীকার করছিনা…
যত আদরে অন্তরে ঠাই দিয়েছিলাম
যত স্বপ্নে দেখেছিলাম বিজয় উল্লাস
যতটা সচ্ছন্দে চেয়েছিলাম স্বর্গীয় সুখ
ততটাই নিরবে নিয়েছিলাম মুখ ফিরিয়ে।
বলতে দ্বিধা ছিলো সত্যি,
অস্বীকার করছিনা…
সময় আজ বার্তা শোনায় ভয়ের
সময় তখন বলেছিলো সমাজের উপহাস
সময় শুধু নিয়েছে কেড়ে সুখ
পিছু ফিরে চাওয়া আছে এই অসময়ে।
বলতে দ্বিধা ছিলো সত্যি,
অস্বীকার করছিনা…
এখনো সেই আকর্ষণ আছে
এখনো রোজ লুকিয়ে জাল বুনি স্বপ্নের
এখনো রক্তের নেশা জাগে খুব
শুধু রাস্তার বাকে অপেক্ষায় থাকি দাড়িয়ে।