বাংলা কবিতা, এ প্রেম নয় কবিতা, কবি তসলিমা নাসরিন - কবিতা অঞ্চল
4.2/5 - (4 votes)

সারাক্ষণ তোমাকে মনে পড়ে
তোমাকে সারাক্ষণ মনে পড়ে
মনে পড়ে সারাক্ষণ।
তুমি বলবে আমি ভালোবাসি তোমাকে, তাই।
কিন্তু এর নাম কি ভালোবাসা?
নিতান্তই ভালোবাসা? যে ভালোবাসা হাটে মাঠে না চাইতেই মেলে!
ভালো তো আমি বাসিই কত কাউকে, এরকম তো মরে যাই মরে যাই লাগে না!
এ নিশ্চয় ভালোবাসার চেয়ে বেশি কিছু, বড় কিছু।
তোমার কথাগুলো, হাসিগুলো আমাকে এত উষ্ণ করে তোলে যেন
হিমাগারে শুয়ে থাকা আমি চোখ খুলছি, শ্বাস নিচ্ছি।
বলবে, আমি প্রেমে পড়েছি তোমার।
কিন্তু প্রেমে তো জীবনে আমি কতই পড়েছি,
কই কখনও তো মনে হয়নি কারও শুধু কথা শুনেই, হাসি শুনেই
বাকি জীবন সুখে কাটিয়ে দেব, আর কিছুর দরকার নেই!
এ নিশ্চয়ই প্রেম নয়, এ প্রেম নয়, এ প্রেমের চেয়ে বড় কিছু, বেশি কিছু।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
অগ্নিতা শিকদার মুগ্ধ
অগ্নিতা শিকদার মুগ্ধ
2 years ago

এত সুন্দর কবিতাগুলো পোস্ট করার জন্য ধন্যবাদ কবিতা অঞ্চলকে,
অব্যাহত থাকুক এই সুন্দর প্রয়াস,এমন আরো অনেক কবিতা পড়ে যেন হ্রদ্ধ হতে পারি।