—নিস্তব্ধ মাঠে একাকী বসে আছি আমি, আকাশের ওই চাঁদটি উপভোগ করছে আমার একাকিত্ব!
—একাকীত্ব আমার পাঁজরের হাড়ের,আমার কপালের ঠোটের, চাঁদ নেমে পড়েছে তোমার চেহারায় তোমার হরিনী চোখ,কমলার মতোন ঠোঁট।
—আমি জানি তোমার সেরিব্রাম, সেরিবেলাম বলছে আমাদের হারিয়ে যেতে।
—ধানের গাছেরা ঢুল খাচ্ছে সবুজ শিশুর মতোন জবার পাপড়ি তুমি কোমল ও কোমলমতী তোমার হাত! আমায় আদরে করেছো জহর।
—কোথায় যাবে?
—উত্তাল সমুগ্র, আমি ফিশিং বোটে করে কাটা লাশের সাথে ভাসছি পথ না চেনা পথিক। ওহে পেয়াদা পাইক আমাকে দেখায় দাও রাজ্য অভিবাসন।
—ভালোবাসো?
—চাঁদ উঠে ডুবে যায় সূর্যও তেমনি।