আমার ভালোবাসি বলতে খুব ভয় হয়।
তবু বিকেলে একলা হলে,
মনে হয়
আপনার নীল আঁচলে বুক পেতে দিই।
আপনার খোঁপায় যে ফুলের নাম
আমি জানি না
তার গন্ধ নেবার জন্য বায়না ধরি খুব।
আমার ইচ্ছে করে,
ভালোবাসি না বলেও খুব করে ভালোবাসি
আপনাকে।
আপনার গলার স্বর জমাই বুকে।
কি অদ্ভুত মায়ায় না আপনি কথা বলেন।
আপনার গলার স্বরে,
মনে ভালোবাসার প্রতিধ্বনি জাগে প্রিয়।
মনে হয়,
আমার আসন্ন সমস্ত চন্দ্রস্নান
লিখে দিই আপনাকে।
বিধাতার কাছে আর্জি জানাই
আপনার আমার একটা প্রেম জীবনের।
আপনার হাসিতে কদম ছুঁয়ে,
বর্ষা নামাই বুকে।
আচ্ছা আপনার প্রিয় ফুল কি?
প্রিয় কবিতা?
প্রিয় ডাক নাম আছে কোনো?
আমি কিচ্ছু জানিনা।
আমি জানিনা কিভাবে বললে,
আপনিও ভালোবাসার অকারণ যন্ত্রণায়,
আমার বুকে একটা চিঠি লিখে দেবেন।
প্রত্যাখ্যান কিংবা ছেড়ে যাবার ভয়
আমি পাই না প্রিয়।
আমি শুধু জানিনা
কিভাবে ভালোবাসি বললে,
আমার ভালোবাসাকে ভালোবাসাই বোধ হয়।
আমার ভালোবাসি বলতে বড্ড ভয় প্রিয়।
তবু ইচ্ছে হয়,
আপনার হাসিতে কদম ছুঁয়ে,
বর্ষা নামাই বুকে।
বলে ফেলি “ভালোবাসি”।