সঙ্গমান্তে ফরজ গোসল শেষে,
যার কথা ভেবে দীর্ঘশ্বাস ফ্যালো তুমি,
তার চোখে প্রেম ছিলো , প্রেম।
তোমার শরিয়তী বরের আলিঙ্গনে
তুমি কি প্রেম খুঁজে পাও?
মনে পড়ে খুব?
তোমার বৃষ্টিবেলার কথা?
তোমারো তো ভিজে যাবার কথা ছিলো প্রেমের আলিঙ্গনে,
একটা বৃষ্টি বিকেল এলেই,
কবিতায় ভিজে যাবার কথা বারান্দা।
তোমার কি মনে পরে খুব?
প্রাত্যহিক দিনলিপিতে,
একটু অলস সময় এলেই?
আজকাল মাঝরাত জুড়ে!
তুমিও কি সেই দুরন্ত প্রেমিকা হও?
যে কারো অর্ধাঙ্গিনী হয়!
কোনো বাড়ির বড় বউ নয়!
তোমারো কি মনে পরে খুব?
আবার সকালবেলা হলেই,
হাঁড়িকুড়ির ঝনঝনানিতে,
যাকে ভুলে যেতে হয় বারবার।
তোমার ছেড়ে আসা প্রেম,
কবিতার বিকেল,
অকারণ ঝগড়া…
আচ্ছা কোনটা মনে পড়ে বেশি?
আমার খুব জানতে ইচ্ছে হয়।
তুমি কি সেই প্রেমিকাই আছো?
নাকি প্রাত্যহিক দিনলিপিতে,
তুমি শুধুই অন্যকারো বউ!