ইশ্!আমারো যদি একটা কবিতা হতো,
যদি এক নিঃশ্বাসে বলে ফেলতে পারতাম ভালোবাসি!
যদি খুব ভোরবেলা নীলা নামের পাগলীটার সামনে,
দাঁড়িয়ে যেতে পারতাম হাত ভরা তাজা ফুল নিয়ে!
কেউ যদি ঘুম পাড়ানী গান শোনাতো,
যদি চোখ খুলেই দেখা যেতো নীল শাড়ীতে নীলা!
তবে আমিও খুব করে বলতাম ভালোআছি!
নীলা,
তুমি কি জানো?
এ শহরে কেউ ঘুম আনে না আমার।
রাত জাগা প্রতি মূহুর্তে কেউ বকে না আর।
খুব ভোরবেলা তোমায় দেখবো বলে জেগে যাই নিঃস্তব্ধ শহরে।
তবু পেরুতে পারি না চারশো ক্রোশ দুরত্বের অদ্ভুত এক দেয়াল!
ইশ্!আমারো যদি একটা কবিতা হতো,
শব্দের পর শব্দ গেঁথে বেঁধে ফেলতাম তোমায়!
সকালের ঘুম ভাঙ্গা চোখে চায়ের কাপ হাতে তুমি,
আর বিকেল বারান্দায় ঠিক বুকে বাম পাশটায় তোমার স্পর্শ!
জীবনটা সত্যিই সুন্দর হতো নীলা।
ইশ্!আমারো যদি একটা কবিতা হতো,
তার প্রতিটা বর্ণে,প্রতিটা শব্দে,প্রতিটা চরণে,প্রতিটা নিঃশ্বাসে বেঁধে ফেলতাম তোমায়।
আমারো যদি একটা কবিতা হতো!
2021-10-13