তোর গালে আকাশ ভেঙে টোল পড়ে রে মেহেক।
তোর তো প্রেমিকা হবার কথা।
তবু সন্ধ্যা হলেই,
তোর ঠোঁটেই কেন বিষাদ রঙ চড়ে?
এ বাবু,
আসবি নাকি?
এক কথা মানায় তোকে বল?
তোর তো প্রেমিকের অপেক্ষায়
অভিমানে ঠোঁট ফোলাবার কথা।
নীল চুড়ির বায়নায়,
চোখে ঝড়বার কথা মায়ার বৃষ্টি।
এই ক্ষুধার শহরে,
তুই বড্ড বেমানান।
তোর তো প্রেমিকা হবার কথা।