বাংলা কবিতা, ভুল সময় কবিতা, কবি মুহতাসিম তকী - কবিতা অঞ্চল
4.5/5 - (2 votes)

গাছটা মইরা যাওনের পর
একটা শালিক প্রতিদিন আসে
শুকনা মাটিতে বইসা
লম্বা লম্বা দম নেয়।
অথচ কতো ডাল পালা
বিছাইয়া ঘরের পর
ঘর বাইন্ধা দিছিলো গাছটা!
শালিক আইবো বইলা।
কতোজন আইছে গেছে,
ফল খাইয়া ঠোঁকরাইরা ঠোঁকরাইয়া
চইলা গেছে
প্রেম পায় নাই।
শালিক কোনোদিন আহে নাই।
দূর থাইকা কথা দিয়া গেছে,
দেইখো একদিন কপালে থাকলে
ঠিক চইলা আসুম।
ভরা যৌবন শালিকের
তখন কত্তো যাওনের জায়গা!
গাছটার বান্ধা ঘরে
কতো পাখি বইসা গেলো
শুইয়া গেলো,
ভালোবাসা পাইলো না।
সেদিন মইরা যাওনের পর
শালিকের বয়সো পইরা গেল!
শালিকের নাকি কত্তো যাওনের জায়গা!
গাছটা মইরা যাওনের পর
শালিক তাও প্রতিদিন আসে
শুকনা মাটিতে বইসা
লম্বা লম্বা দম নেয়।
শালিক প্রতিদিন আসে
প্রতিদিন আসে!
চইলা যাওনের পর
ব্যাবাকে ভালোবাসে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments