চলো নিয়মকে অনিয়মে বেঁধে প্রেমে পড়ি আবার।
চলো সকাল বিকেল ঝগড়া করি খুব।
“কি হবে আমাদের প্রথম সন্তানের নাম?
রাতে গুড নাইট কিংবা
সকালে গুড মর্নিং বলা হলো না কেন!
ভুলে যাওয়া জন্মদিন,
প্রেম বার্ষিকী,
প্রথম দেখার দিন” –
ভুলে যাওয়া নিয়ে তুমুল ঝগড়া হোক চলো।
চলো নিয়মকে অনিয়মে বেঁধে প্রেমে পড়ি আবার।
একটা ঝড়ের বিকেলে,
চুমু খাই রাজপথে।
চলো তোমাকে ভুলে যাবার কবিতায়,
তোমাকে লিখে ফেলি আবার।
পারি না আমি আর পারি না।
এই যে ভালো থাকবার ছেলেমানুষিতে,
মন জুড়ে ঝড়ে পড়ে যায় সুখ পাতারা।
আমি বড্ড ক্লান্ত।
আমি আর নিয়ম মানতে জানি না।
ঝগড়া হলে তাই সই!
চলো নিয়মকে অনিয়মে বেঁধে প্রেমে পড়ি আবার।