বৃষ্টিতে উড়িয়ে দিয়ে নিকোটিন
আমি ভাবি
এই বুঝি তুমি মনে করছো আমায়।
এমন কখনো হয় না আমি জানি।
যারা চলে যায়,
তারা বারবার ফিরেও আর ফেরেনা।
কারো কারো হয়তো মনেও পড়ে না কিছু।
তবু ভাবতে ভালো লাগে!
আচমকা মন খারাপের মতো,
আকাশ ডুকরে কেঁদে উঠলে,
মনে হয় তুমিও কাঁদছো খুব।
তোমার যে প্রেমিক হারিয়ে গেছে,
আকাশ বুঝি তার শোকেই কাতর।
2020-06-24