বাংলা কবিতা, বিরহের ছুটি হোক কবিতা, কবি মুহতাসিম তকী - কবিতা অঞ্চল
4.5/5 - (2 votes)

আমাকে বারবার জিজ্ঞেস করুন
আপনাকে কেমন দেখাচ্ছে।
আমার খুব মন খারাপের রাতে
আপনাকে লিখে ফেলতে দিন কবিতায়।
আপনার চোখের কাজল দিঘিতে,
আমাকে মাঝি হতে দিন।
আপনি তো একটা বৃষ্টি বিলাসের দিনে
মেঘমল্লার রাগ।
আমি আপনার তুলনা দেবো কিসে!
আমাকে বরং
কবিতায় নতজানু হতে দিন আপনার কপোলের তিলে।
আপনার ললাট স্নিগ্ধ মায়ায়,
ঠোঁট স্পর্শ করে আমি একদিন
সব ভুলে যাবো।
ভুলে যাবো কতোটা অপ্রেমের
আফিম চাষ করেছি বুকে!
আমাকে বারবার জিজ্ঞেস করুন
আপনাকে কেমন দেখাচ্ছে।
আমি মধুরতম সত্য বলবার
নেশায় বুঁদ হয়ে যেতে চাই
একটা কবিতার জীবন।
আমি বলে দিতে চাই,
আপনার চেয়ে মোহময় সত্য
আমি আর দেখিনি কোনোদিন।
আপনার কালো শাড়িতে-
আপনার প্রেম ঠোঁটে যেটুকু বেদনার
রঙ মিশে আছে,
তার সমস্ত বুক পকেটে নিয়ে,
আমি মেঘ হয়ে সুখের বৃষ্টি ঝরাবো
আপনার মন জানলায়।
আমাকে বারবার জিজ্ঞেস করুন
আপনাকে কেমন দেখাচ্ছে।
আপনাকে ভালোবেসে,
আমাকে ছুটি নিতে দিন বিরহের
কবিতায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments