আপনি চোখে কাঁজল পরেন,
সুন্দর কইরা কালো শাড়ি পরেন।
বাঁকা চোখে কার দিকে জানি চান।
আর আমি করি অপেক্ষা।
আমি অপেক্ষা করি আপনার
অথবা কে জানে হয়তো একটা কবিতার।
যেইখানে আপনার সম্বোধন হইবো বউ।
একটা কবিতায় আপনেরে
কিশোরী থাইকা যৌবন,
যৌবন থাইকা মায়াবী বয়স কালে
লিখমু বইলা,
আমার কি যে অপেক্ষা।
আপনে যদি জানতেন!
আপনি সুন্দর কইরা শাড়ি পরেন,
বাঁকা ঠোঁটে হাসেন,
এই আমারে কি আপনার দেখবার মন চায় না?
আমারে ছাইড়া যাবার কালে,
কতোটা শান্তি পাইছেন আপনি
জানা হইলো না।
আমার অপেক্ষা ফুরাইলো না।
ফুরায় গেল প্রেমের কবিতা।
আপনারে ভালোবাসছি বইলা
আমার আর প্রেম বইলা কিছু হইলো না।
আপনি খলখলাইয়া হাসেন,
কপালে টিপ দেন।
হাতের বালায় ল্যাখেন নতুন প্রেম।
আমি আপনারে ভালোবাইসা,
একটা কবিতা লেখবার পারলাম না।
আপনার কাঁজল, আপনার টিপে,
নতুন প্রেমের ঘ্রাণ।
আর আমার কবিতায় এখন শুধুই বিরহ।
আমি অপেক্ষা করি আপনার
অথবা কে জানে হয়তো একটা কবিতার।
যেইখানে আপনার সম্বোধন হইবো বউ।
2021-07-15