তুমি জানো?
আমার এখনো প্রেম পায় ভীষণ।
এখনো বৃষ্টি হলে মনে হয়,
তোমার কিশোরী স্তনে
প্রেম ছুঁই না বহুদিন।
শুনেছি,
তুমি এখন তরুণী হয়ে গেছো।
তোমার বুক,
তোমার ঠোঁটে,
রক্ত জবার মতোন ঠিকরে পড়ে প্রেম।
আমার দেখা হয় না তোমারে।
এতো প্রেম,
এই ভরা যৌবন তুমি কই রাখো বলো তো।
আমারে বুঝি মনে পড়ে না আর?