১.
আপনার চোখে বর্ষা এলে,
কবিতার শহরে নামে বিরহ।
আজকাল ভালো থাকবার চেষ্টা
বড্ড ছেলেমানুষী মনে হয়!
২.
প্রেমিকার শহরে বৃষ্টি নামে,
কিশোরী লজ্জায় নতজানু শহর
আমাকে জানায়,
এই শহরের প্রেম কাব্যে
আমি এখন মৃত প্রজাপতি।
৩.
আমার প্রেমিকা চলে গেছে।
আমার কবিতা চলে গেছে
মন খারাপের খাতায়।
আমি এখন আর প্রেম লিখি না।
৪.
আপনার শুভ্রতায়
বুক ব্যাথা হয় খুব।
কেমন যেন আজকাল
কেউ নেই-
কেউ নেই লাগে।
আমি জানি
আমি আপনার প্রেমিক
ছিলাম না কখনোই!
৫.
প্রেমিকা নতুন শাড়ি পড়ে,
প্রেমিককে দেখাবে বলে।
প্রাক্তন হবার অজুহাতে,
আমার আর ব্যক্তিগত
পাঠিকা নেই কোনো।
৬.
আপনার চোখে বর্ষা এলে,
কবিতার শহরে নামে বিরহ।
আপনি মুখ ফিরিয়ে নিলে
মনে হয়,
আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে
প্রিয়তমার সবচেয়ে প্রিয়তম কবিতা।